আগুন লেগেছে ফাগুনের বনে
জ্বলছে শিখা অনির্বাণ ;
জ্বলছে শিমুল, জ্বলছে পলাশ
জ্বলছে বৈশাখ মাস!
পুড়ছে প্রকৃতি, পুড়ছে মন
অনুভূতি হচ্ছে হরণ, হচ্ছে লুন্ঠন
আসছে বৈশাখী বাতাস করে হনহন।
মনে বড়ই শঙ্কা !
বেজে ঊঠেছে করোনার ডঙ্কা।
এ লড়াইয়ে বিজয় সুনিশ্চয়
প্রাণে-মনে রেখনা সংশয়।