রাস্তার পাশে অথবা পার্কে
স্পর্শ সীমানার বাইরে
অনেক উপরে
আগুনের মতো লাল রঙ
লাল গালিচার মত ঢং।
শুধু চেয়ে থাকতে মন চায়
সুবাস নেই তবুও
চেয়ে থাকি মনে হয়
দৃষ্টিসীমানায় আসলেই মন ভরে যায়।
সে অগ্নিরাঙা  কৃষ্ণচূড়া!
চুড়ায় তার বসবাস
করেছে রাধার কীর্তিনাশ
রয়েছে সকল কৃষ্ণের মনে
জানে তা' জনে জনে।
কৃষ্ণচূড়া রাধার মতোই লজ্জায় লাল;
কৃষ্ণ উঠেছে রাধার খোঁপায়
কৃষ্ণ যখন চূড়ায়
কৃষ্ণচূড়া তখন নাম হয়।