সুন্দরী,
রাতকে তুমি ভয় পাও! রাতকে এতো ভয় কেন ?
নারী বলে ?
নারীর প্রেমত রাতেই বিকশিত হয়।
জ্যোস্না রাতে নদীর তীরে আলো-আঁধারিতে একজোড়া কাজল কালো চোখ ;
বেণী থেকে ভেসে আসছে সুগন্ধি সে কোনো এক নারী,
আমার প্রেম তার সাথেই।
মধ্যে রাতেই তোমাকে নারীরূপে পাওয়া যায়
রাতকে তুমি ভয় পাও ?
নারীরাতো রাতেই সক্রিয় হয়ে ওঠে
প্রেমিকের স্পর্শে ভয়ানক কাতর হয়ে ওঠে !
যেন আগে পায়নি কখনো !!
রাতকে কেন ভয়?
আতর্তিক হামলার ভয়?
তুমিও ত মানুষ;
প্রতিরোধ কর, দিয়ে দাও সমুচিত জবাব।


৫ জুন, ২০১৭ শেখেরটেক, ঢাকা থেকে