নীল আকাশে সাদা মেঘের ভেলা
চোরা বৃষ্টি মাঝে মধ্যেই করছে খেলা,
দিনগুলো বষর্ণমুখর নয়
তাইত ভয় হয়;
কখন যেন বৃষ্টি হয়!
ওই দূ–রে চঞ্চল কাশবন
দুরন্ত বাতাসে তার সাথে দোল খায় মন।
কাশবন দিচ্ছে শারদীয় শুভেচ্ছা
অনেকবার শুনেছি কাশফুলের নানান কেচ্ছা;
কাশফুল হল অগ্রদূত শরতের
কোকিল যেমন বসন্তের।
শরতের বাতাসে কাশফুল প্রাণ প্রায়
কাশফুলের আগমনী ধ্বনিতে বর্ষা চলে যায়।
সাদা পোশাকে নারীকে পরীর মতন লাগে
আর কাশবন হল পরীদের রাজ্য।
আকাশের ডানায় ভেসে বেড়ানো শুভ্র শীতল মেঘ
সে কি কাশফুলের চেয়ে বেশি সুন্দর ?
নীরব প্রেম শরৎ আর কাশফুলের …………….
যেমনটা জানি বসন্ত আর কোকিলের।