আমি তোমার বিশাল আকাশ হব
চাইলেই বৃষ্টি হয়ে ঝড়ব অঝোরে
না চাইলেই থেমে যাবো।
চাইলেই তোমার পৃথিবী রোদ্রৌজ্জ্বল হয়ে উঠবে
না চাইলেই মেঘে ঢেকে যাবে দেশ।
আমি তোমার বটবৃক্ষ হবো
বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাব জীবন জুড়ে।
কি আশ্চৰ্য তোমার ক্ষমতা।
যতই দেখছি ততই অভিভূত হচ্ছি !
শুধু তোমায় দেখে।


৫ ফাল্গুণ,  ১৪2৫ সাল