উত্সর্গ :যার উদ্দেশে এর আগে একবার লিখেছিলাম ,শুধু-ই তাকে



ক্লান্তির পর গভীর ঘুমে আছন্ন রাজকননা
জানালার ফোকর দিয়ে ঢুকছে ভোরের আলো ,
সে আলোতে নিস্পাপ রাজকন্যার মুখাবয়ব আলোকিত।
রাজ্কৈন্না ঘুমায়, রাজ্কৈন্না ঘুমায় ,
আর ঘোড়ার খুড়ের শব্দ শোনে
আসছে এক অজানা দেশের রাজকুমার
সিংহ পুরুষ সে এক ;
সে জয় করবে রাজ্কৈন্নাকে।
যারা রাজ্কন্নাকে আটকে রেখেছে
হরণ করেছে স্বাধীনতা ,তাদের হত্যা করবে যুবরাজ
রাজ্কৈন্না মুক্তি পাবে বন্দী খাঁচা থেকে।
যুবরাজের অতল স্পর্শী ভালবাসার সুখ -সায়রে ডুবে যাবে
অস্থির হয়ে উঠবে সে।
বারবার মনে হবে পৃথিবীটা এত সুন্দর ;
উদিত হবে রাজকন্যার অম্বরে নয়া রশ্মি।



২ পৌষ ১৪২১
ঢাকা থেকে ,