তোমাকে একবার দেখবো বলে
মরু প্রান্তর ঘুরে ঘুরে
ছায়া শীতল বুঝিনি আমি
রুদ্র তাপে গিয়েছি গলে।
তবুও একটু দেখবো বলে......


অনেকে দেখেছে উত্তপ্ত চরে
জ্বলছে পায়ের তালু
কেউ ডাকেনি ধরেনি কেউ আমার হাত টুকু
কত শত বলে বেড়ায় মায়া মুখে নিয়ে,
তৃষ্ণা বেলায় এক ফোঁটা  জল দেয়নি ওষ্ঠে ছুঁয়ে।
এখনও আমি ঐ পথ দিয়ে চলি
তবুও একটু দেখবো বলে......


কত প্রণয়ের শৃঙ্খলের রাখি বেঁধে দিলে হাতে,
কাঠ পুড়ে যে কয়লা হয় এমন তাপেও ছিড়ে ফেলিনি তারে।
স্মৃতির পথে পা ফেলতে দেখি বিষাদের ঢাল-পালা,
এই তুমি তো উপরে থাকো
আমি বেহুলা।
মরু প্রান্তর কেটে গেলে ছায়াবীথি  ছুঁবো,
তবুও একটু দেখবো বলে.......