কল্পনা থেকে উঠে যখন বাস্তবায়ন করার নেশায়
বাস্তবতার কাছে যায়।
তখনই শীলা বৃষ্টির কবলে আটকে
কঠিন হয়ে পড়ে সময়টা!
কেন সময়টা এতো কঠিন?
আজো অবধি পায়নি উত্তর,
সহসায় পেরে উঠবো কখনো ভাবতে ভাবতে,  
মন মস্তিষ্ক ব্যথায় টন-টন করে ওঠে।


ওপারের মানুষ গুলো এত সরল পথের নয়,
কারণ তারা ঢেউতে ভেসে আসা লাশের গন্ধ নাকে তুলে না।
তারা সাঁতারে যাবার পরিকল্পনাবদ্ধ থাকে হাঁটু জলে,
নিতান্ত চিত্তে তারা আজো কি ভাবে; পরিচিত হয়ে ওঠেনি।
এতো দূরে সরে থেকে অপরিচিতা হওয়ার সংকল্প যতো গৌরবময় হয়ে বাঁধো না কেন,
সেখানে প্রশংসার দাবিদার হওয়া মোটেও সম্ভব না।


বৃষ্টির মতো আকাশ থেকে কিছুটা নেমে পড়ে,
তবুও সে সবকে বৃষ্টি বলা চলে না।
কিছু দিন এমন হবে-
মানব আত্মার হৃদয়ে সুখ দূঃদের অবস্থানের মতো।
ঝড় এখন বর্ষার মতো পূর্ণতা পায় না,
এমন কি রোদও না।
মানুষ হয়ে মানব শরীরে স্থান দখলে নিতে হলে,
মানবতা কে পুঁজি করে রাখতে হবে।
কয়েক দিন না দেখায় মনে করে ছিলেম কিছুটা শিখে নিয়েছো-
আসলে ক্ষুদ্রতর এখনো রয়ে গেছো!
এতো কিছুর ভেতর দিয়ে বেরিয়ে আসা এতো সাত সমুদ্র বিশাল না।
তবুও প্রিয়তমা বেরিয়ে এসো,
এ আত্মার সমাজে এখানে কোন বিভেদ নেই।