কেমন আছিস?
ভালো থাকার খুব বাহানা নিয়ে আছিস।
বেশ লাগছে ধ্রুপদীকে
চমৎকারে অভিনয়ে।


মনে পড়ে? কোন এক অলস দুপুর।
হরেক রকম কথার পাকে
জিগ্যেসিতাম, তুই কি সখি আমার হবি?
সময়ের কাছে ঋণী হতে না
নির্লজ্জায় বলে দিতে,
তুমি ছাড়া সখা
কে বা আমার এমন আছে।


প্রণয় যদি মিথ্যে হলে,
শত রকম আয়োজনের মিথ্যে
মিছিল কেন নিলে?
রাত বিরাতের কথার শ্লোক কবিতায় কেন জোড়ে দিলে?


লক্ষ কোটি প্রশ্ন আছে তোমার কাছে
কোন প্রশ্নটা আমার জন্য তোমার আছে?
ইচ্ছে যদি এসে থাকে,
লাল সবুজ শাড়ি পড়ে আবার এসো।
সব কেন'র উত্তর হয়ে যাক রাজপথে
নিঃশব্দের মিছিলে মিছিলে।