জলাধিপে পাল উড়ে ছোট্ট ডিঙ্গির উপর
মাঝিহীন চলিতেছে ডিঙ্গি, বিকালের মৃত রোদ ধরে,
হঠাৎ বনলতা সেন হয়ে কারো হানা পালের পরে।


কে ছিলো সেই ?
দৃষ্টি হয়েছে ব্যাকুল
কি অদ্ভূত কারুকার্যে নিজে নিজে হয়েছে সুনিপুণ।
দু'হাত প্রসারিত-
পরনে ছিলো নীল,
উড়িতেছে আঁচল সব স্বাধীনতা তুলে,
খোলা চুলে ব'য়ে চলেছে হৃদয় ভাঙ্গা ঢেউ আর ঢেউ।
আকাশ ছিলো নীল,
রোদ খেয়ে ফেলেছে
গগনচারী চিল।
মনে হয়, তার প্রসারিত দু'হাত ইশারায় করেছে সব।


এত কিছুর পরে যদি কারো মনে প্রাণ হয়ে বসো,
চেনা কারো তীর ধরে তার ঘরে এসো।