নিঃস্বার্থ তুমি জননী আমার
কে শিখালো তোমায় এমন হতে?
কত কষ্টে আনিলে আমায় তোমারি কুলে
কপাল জুড়ে সুখের ছায়াঁর নীলিমা এঁকে দিলে।
তোমার ছোয়াঁটার আনন্দ মায়ায়,
আজো খেলার চলে হারিয়ে যায়।
আদো ভাষায় বুলি গুলো তুমি শেখালে
নিজ মুখে চাপা ভাত আমায় আহার দিলে।
এটা কারো শিখানো মায়ার ভাষা নই,
নই কোনো নাটক,এটা তোমার সম্পর্কের উচুঁ মন্ডুক।
আজো মাঝে মাঝে পিছনে থাকায়
সবকিছু মনে হয় তোমার শ্রেষ্টত্বের বড় উপহার।
তোমার মাঝে বেহেস বলে,আনন্দ মাখায় অনাবিল জীবন।
তুমি সুখের পরশ মাখাও,ব্যথা গুলো ক্লান্ত তখন।
বহু রূপের মালিক তুমি আমার প্রিয় মা।
তোমায় যারা করছে হেলা তাদের জীবন আজ জোয়ার ভাটা।