কত রূপ দিলে মালিক মাটির মানুষরে,
জনমে জন্মান্তরে।
সে তো তোমার গান গায় না,
মানুষ পূজা করে।
কত কিছু দিলে বিধি তারে এই ভবে।
সে তো তোমার ঘরের দাম দেয় না,
মন ভাঙ্গে বারে বারে।
তোমার সৃষ্টি মানুষটা যে
এত পাষান হবে।
জানলে বিধি একটু আগে,
ছেড়ে যেতাম তারে
কথায় ছিলাম স্বর্গে আছি
দু'জনারই বাস।
নিয়ম ভাঙ্গার সয়ম তুমি
হওনি একটু হতাশ।
বৃষ্টি,বাতাস তৈরি করে,
ঘূর্ণি ঝড়ের আবাস।
তোমার দানে এত কিছু,
তোমার দানে ব্যথা।
তোমার দানে হয় না খুশী,
স্বার্থ প্রিয় মানুষ।
তাই তো বিধি পৃথিবীটা
তোমার কাছে রঙ্গীন একটা ফানুস।