বৃষ্টি ভেজা সবুজ ঘাসে,
মন খুশিতে হাওয়ায় নাচে।
আকাশ কাদেঁ বাতাস দেখে,
ঘুঁড়ি উড়ে হাওয়ার পাকে।
রাখাল বেটা বাজাই বাঁশি,
বৃষ্টি এল রাশি রাশি।
প্রাকৃতির এ দেশ,রূপে নারী বেশ।
রূপে তােদর বাঁশি বাজে,
কল্পনা তে শেষ।
হাসির জোরে মাতাল করে,
মোদের বাংলাদেশ।
পাখির গানে,নারীর টানে
ছুটে এসো ভাই।
পাক-পাখালি সাজায় তারা,
ভিন্ন রূপে তাই।
প্রাকৃতির এ মহিমায়,তারা চলে যায়।
নারীর রূপে সাজল এদেশ,
মোদের জননী।
কবি বলে তাই তো নারী,
মোদের সজনী।