প্রকৃতির ডাকে সাড়া জাগে মন,
দেখিতে পায় বৈশাখের অদ্ভুত আগমন।
নয়ন গুলো এক পালি সাক্ষাতে,কত কি ঘ্রাণে পেয়েছে তখন।
কখনো কখনো বৃষ্টির আবাস,
আবার কখনো পাকপাখালির সিনিগ্ধ সুভাস।
এমন কিছু পেয়েছি ফুলের গন্ধে দক্ষিণা বাতাস,
যাহার মাঝে খুঁজিয়া মনে পায় মায়ের আচঁল মাখা প্রেম।
তাই বলিতে দূঃখ পায় না,
এটাই নবীণ বাংলা রূপ।
মাঠের ফসল,বাড়ির ফসল
আম বলে শুধু নয়।
সবুজের মাঝে লাল দেখিয়া তরমুজ বলে কয়।
এই সবেরি ক্লান্ত মালিক কৃষক শুধু হয়।
এদিকে থাকিয়া যখন নানান রূপকে দেখি,
বাংলার মাটি বলে গর্ব করিতে মানে না আর মনের অবুঝ পাখি।
কতজনে কত ঢঙ্গে মাখে গাঁয়ে রং,নানান জাতের পিঠা পুলি নানা আবরণ।