জীবনের ঘুঁড়ি টা একা উড়াতে গিয়ে
ক্লান্তি দেহে সুজনি খুঁজে পেয়েছি তোমায়।
দেহের স্পর্শকাতর অঙ্গ গুলো পেয়েছে জীবন।
আলোর মলাটে বেঁধে রেখেছি সুখের ছায়া
যোজন অংকে হারিয়ে যাব বলে ফুল শয্যায়
তুমি ও সায় দিলে আমার ভাষায়।


মাঝ পথে ক্লান্তি নেমে এলো
কিছু বন্ধু নামের শত্রু হানায়।
আধাঁরে ঢাকা শুরু করে স্বপ্নে ফুল শয্যা।বন্ধুরা তোমাদের সাপের হানায়,
আমি এত বেশী ব্যতিত।
বল তোমরা সবাই কি করে ভুলে যাব?
তোমাদের দেয়া কষ্টের নকশী কাথাঁ।


হে হৃদয়ে মনি,মনে রেখেছ আমায়?
আমি সারা দিনের গন্তব্য ছুটি তোমার আশায়।
এখনো তুমি হীনা আহার পায় না
সত্যটা বলছি বিশ্বাস কর আমি নিজের ভাষায়।
বেশী কিছু নাই আমার
সুখের ছায়া ঘর বেধেঁ রেখেছি তোমার,
আমার মায়ের আচঁল দোয়ায়।


তুমি তো শত্রু হানায় সাহস দাও।
কেন ভালবাসা দাও না বিয়োজনে ঢেকে দাও আমায়।