জোসনা রাতের আলো দেখে
বিষাদে মন তোমায় খুঁজে।
মেঘে ঢাকা জোসনায়
তোমাকে পাব কি তাই?
আড়ালে হারায় আমি।
তোমার স্মৃতির পাতা গুলো
বিষণ্ণ ছায়ায় মিশে আছে।
কিছু জাপসা আলো উঁকি মারে
জীবন আলপনার পাশে পাশে।
না কষে থেকে গেলে জীবন আমার
অন্ধকার এক মরূর দেশে।
গহীন রাতে মন শুধু স্মৃতি খুঁজে
একা একা আনমনে তোমায় পেতে।
তুমি হারিয়ে গেলে শুধু শুধু
আমারি বিরহে কোলে।
বিরহ বেদনা গুলো কষ্টকে ডেকে বলে
তুমিহীনা আমি শুধু......।