আমি দাড়িঁয়ে আছি বিরহী দেহে তালগােছর ছায়ায়।
আমি হয়ে গেছি উন্মাদ সাগরের উত্তাল ঢেউয়ের দর্শনে।
আমি বাধঁ ফেরিয়েছি অন্ধ চোখে।
আমি নির্ঘুম ছিলাম অনেক রজনি,
আমি চেয়ে ছিলাম তুমি আসনি।
আমি গান গায় মনের বোবা ভাষায়,
তুমি বুঝে ও বুঝনি বৃষ্টির আশায়।
আমি তোমাতে বুঝতে চাই,পাথরের
বালিশ মাথায়।
আমি ঘুমাতে চাই,তুমি এলে প্রিয়।
আমি আজ ঘুম পায় চির নিদ্রায়।