ভাগ্যবতি তুই
যার হৃদয়ে কষ্টে আছে
তার হৃদয়ের তুই


ঘৃণার বাঁশি একমুঠো ও
ছাড়ল নারে সে
আজো রে তার হৃদে
স্বপ্নবাতি তুই।


আচঁল মূখে মুখটা তোমার
দশ দুয়ারে ফুল
কোন দুয়ারে মানুষটা রে
আপন করবি তুই


আপন ভেবে এক ছটাক ও
দেয়নি মিথ্যে প্রবাদ
হৃদ মাজারে রানীর মতো
সাজিয়ে আছিস তুই।


তুই তো বড় ভাগ্যবতি
মনে রাখিস তুই।।


(তুই শব্দটা কাউকে ছোট করে হেনস্তা করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এখানে তুই শব্দটা অসম্মান দেখানোর জন্য ব্যবহার করা হয়নি)