পুরনো শহরের গল্প গুলো আজো মনে পড়ে মাঝে মাঝে।
এখন সে স্বপ্নময় থাকিনা
যে গল্প গুলো মিশে যায়
তোমার শহরে।
দু'চোখে হেঁঠে যায় একলা হয়ে
আমি আমার বাতি হাতে।
কেন তুমি আসো না ফিরে।।


কখনো ভাবিনি আমি নিষ্টুর হয়ে এমন শহর বানাবে তুমি।
শহরে চিপা গুলো আজো তুমিময় হয়ে আমাকে ডাকে।
তবুও জলে জলে দু'চোখ আমার,
এখন একলা শহর খুঁজে।
কেন তুমি আসো না ফিরে।।


কত ডেকে যায় আজো  
কান পেতে নেই না তোমার শহর।
তোমার ধূলো মাখা শহরে সব ঝাঁপসা লাগে আমার।
আজো নিরাশার শহরে একা একা পথ চলে যায় আমি।
কেন তুমি আসো না ফিরে।।