কতদিন বাজিল দেহে ঘ্রাণ মায়াবতী
শত প্রয়াসে বাঁধা পড়েনি তোমার পুষ্প সৌরভ।
যৌবতী তোমা গায়ে রয় যত মলিন ভাব,
আমাতে নাকের ডগায় দিয়ে বেড়ায় কাঁঠালচাঁপা স্বভাব।
কিছু ক্ষণ যেতে চাই না মন
অদূর কোথাও,
তোমাতে জড়ায় হৃদয় পুষ্প স্নান।
আমার নাগরিকতায় কখনো কেউ এসে দিতে পারেনি দোলা,
শিল্পের ছবি মতো এঁকে দিলে সেও তুমি প্রেমেতন্দুর।
কত নামে চিৎকার হলো সে মনে হয় সমুদ্র ভূল,
কাঁঠালচাঁপা মতো লাগে তোমার অঙ্গ মূল।
সবুজের মাঝে ঢেলে দিলে কিছু হলুদ,
একি তোমার ভালো লাগা?
আমার অক্ষরে হয়ে যাও তুমি আমাতে কাঁঠালচাঁপা।
হাওয়া মনে ডানে যেন তার সমস্ত ঘ্রাণ,
আমাতে লয়া যাও তোমাতে সমান।