অবাক পৃথিবী থাকিয়ে রয়,
নবজাতক তুমি আসিবে তাই।
তোমারে জনমে হাসিয়াছে অনেক,
কাঁদিয়াছে সে বরফ খন্ড।


চৌদ্দ সেপ্টেম্বর দুই হাজার ছয়,
সেদিন দেখিয়াছো শিশু তুমি এই বিশ্বয়।
এক টা দশ যদি বুধবার হয়,
দুপুর হয়েছিল তখন সবার হৃদয়।


আশানির দোলা এঁকে দিলে যার পেটে,
সে তোমার জনম দুঃখিনী
রজনী কাঁটে যার বিষাদন্তে।
দশ মাস কাটিয়াছে সেই কত উদ্দ্যমে,
তা শেষ হতে দিলে না শিশু তোমার
জনম দিনের তিন ক্ষণ আগে।


কত যন্ত্রনায় আনিয়াছে তোমায়,
সিজার নামে লৌকিক জ্বালায়।
কোন বাবার এমন হয়না,
ক্রন্দনে মিশে থাকে মায়ের জ্বালা।


ব্যথিত দেহে কত কিছু শিহরে তুলে মা রে,
সে সব তো দাত্রী জানে
আমারে বা আপনারে আনিয়াছে যে।
ব্যাকুল হৃদয় আকুল হয়ে রয়,
শিশু তুমি করে দিও না মা'রে উদয়।


নিখিল বিশ্ব যত কিছু দেখে,
তাহা খুঁজিয়া বেড়ায় শিশু তোমার অন্তরে।
তারে তুমি ফেরত দিয় না,
বাবা-মা'রে তুলিয়ে রাখো এ ধরণীর তরে।


বাবার শত আশায় যদি এ বিশ্ব দেখ,
বাবা তখন ফানুস হবে
ভূল হলে করে দেবে শুদ্ধ্রু।
হাসো বাবা,হাসো শিশু
ছুটে চলো মায়ের পিছো।