এই ধরাতে কত কিছু ইচ্ছা জাগে হইতে,
তবু আমার স্বপ্নে নাই যে বৃষ্টি, নদী লইতে।
একটু একটু পাখনা পায়তাম
পাখি আমি হয়তাম!
নীল গগনে উড়াল দিতাম মনটা যখন চাইতাম।


কেউ যদি পাখিটারে খাঁচায় বাঁধতে চাইতো,
টের পাইলে উড়িল দিতাম মস্ত আকাশ জ্যান্ত।
এই আকাশ তো আপন স্বজন
মানব কিন্তু নয়।
মানব আমায় শিকার বিচারহীন হয়।


পাখির না হয় জন্মের দোষ,
মানতে হয় রে পোষ।
পোষ মানতে ভাল্লাগেনা
এটায় পাখির দোষ।
তবু আমি পাখি হবো
নীলের প্রেমে বেহুঁশ।