১৯৭১ হাজার মনেতে গাঁথা একটা ভোর,
বলে বেড়ায় কবি সাহিত্যিক
সেদিনের আত্ম দানের সুর।
আমি তো নতুন প্রজন্ম
যদিও হোক আজ ৪৫ বছর,
ভূলবো না বাঙ্গালী মৃত্যুঞ্জয়ী
তোরা এদেশে বীর।
কতদিন ছিলাম স্বপ্নহারা,
কত কিছু হয়েছে বিলিন
সে দিন পেয়েছি সোনার বাংলা
আমি বলি তারে স্বাধীন।
আজ যদি না পায় বস্ত্র না পায় যদি অন্ন,
হতে দেব না সোনার বাংলা তোমায় আমি ক্ষুন্ন।
তুমি আমার মায়ের আদরে জড়ানো স্বাধীন বাংলা,
তুমি আমার ভাই হারানো আর্তনাদ আর কান্না।
৩০ লক্ষ প্রাণ নিয়ে যে কত হয়েছে খেলা,
সে সব কথা শুনলে বুকে শিহরে উঠে ব্যথা।
কত নারী ধর্ষিতা হয় লাঞ্ছনা নেই মাথায়,
কত শিশু অনাহারে জীবন দিয়েছে ছাটাই।
৯ মাস যদি যুদ্ধ হয় কত করেছো আমোদ?
এসব যখন শুনি আমি মাথায় ভাসে শামুক।
কত যে রক্ত ভাসিয়ে দিলে মোর বীরদের বুকে,
বীর বাঙ্গালী হার মানেনি ছিনিয়ে এনেছে স্বাধীন সূর্যটাকে।
ভূলবো না আমি ভূলবেনা নতুন প্রজন্ম বীর সেনারদের কথা,
যারা সেদিন গেঁথে দিল লাল সবুজ পতাকা।
বাংলাদেশ হয়েছে যেদিন,
সেদিন কে বলি আমি ১৬।
ডিসেম্বর ছিল সে মাসটি
এতে বেশী আমি ধন্য।
সোনার দেশ বলে গর্জে উঠে
নতুন একটা জন্ম,
তাদের সাথে দু'হাত তুলি
বাংলাদেশ তোমার জন্য।
বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে পাকহানাদার সৈন্য,
দিতে হয়েছে অনেক কিছু ফসল হতে রত্ন।
ভাই বলে সম্মোধনে যে সব হয়েছে শোষন,
সে সব ছিল স্বার্থ সিদ্ধের পাক সেনাদের ভূষন।
আজ বিজয়ে যখন এসব মনে পড়ে যায়,
ঘৃণা রাখি পাক সেনাদের
ভালবাসি বাংলাদেশ তোমায়।।