একটা আকাশ থাকলে কি খুব ক্ষতি হয়?


যেই আকাশটায় নীল মেঘ থাকবে ইচ্ছামতো
তবে- তোমাকে দেখার কমতি?
তা মানা কষ্টকর।
সেই আকাশটায় হোলির আবীরের মতো লাল-নীল রং থাকবে
যাতে আমি রাঙাবো মনটাকে
তবে- সাদা কালোয় ঘেরা তোমার প্রতিচ্ছবি?
ভুলে যাওয়া কষ্টকর।
এই আকাশটায় কিশোরের রঙিন ঘুড়ি উড়বে-
সুতোয় জড়ানো নাটাই চলবে অবিরত,
কিন্তু সুতো কেটে যাওয়া মনঘুড়ি?
এই ঘুড়ির অস্তিস্ত ভুলাও কষ্টকর।
এই আকাশের রূপ চিড়ে মাংস খুবলে খাওয়া- শকুনগুলোও চলবে বুকচেতিয়ে,
কিন্তু তোমার পদচারণায় মুখর মনগলিটায়
কমে যাওয়া বিচরণ?
না না, এই কষ্ট মেনে নেওয়া
অসম্ভব, অসম্ভব আর অসম্ভব।


এই মন্দ আকাশের স্মৃতি না দিলে কি খুব বেশি ক্ষতি হতো?