আমি কি ভূলেও মন্দবেসেছি কখনো?
তাহলে কি করে ভাবো যে, চাইলেই তোমাকে মন থেকে- ঝেড়ে ফেলা যাবে?
তুমি কি ঝামেলা যে চাইলেই ঝেড়ে ফেলা যাবে?
মানুষ ঝামেলা ঝেড়ে ফেলে,
আবর্জনা ছুড়ে ফেলে
কিন্তু তোমার স্থান আমার কাছে -
এসবের অনেক উর্ধ্বে,
এটাই বুঝা হয়নি তোমার।
আসলে তোমাকে ভালোবেসে যে, সন্মান করি
সেটাই বুঝতে পারোনি আজো।
চাইলেই কি তোমাকে ঝেড়ে ফেলা যায়-
সেই সন্মানের জায়গা থেকে???
আমাকে উটকো ঝামেলা মনে হলে বলে দিতে পারো,
দূর হ!
বলে- ভালোবাসিনা তোকে,
কিংবা আমাকে চাইলে ঝেড়ে ফেলতে পারো
কারণ আমি তেমন কিছুই না,
হয়ত যোগ্যই না সত্য ভালোবাসা পাবার!
তাই চাইলেই ঝেড়ে ফেলতে পারো আমাকে অবিরত
কিন্তু আমি পারছি না বাপু,
তোমাকে ভালোবাসি বলেছি তো,
যারে ভালোবাসা যায় তারে ঝেড়ে ফেলি কি করে??
আমি অঘারাম আজীবন একা থাকার প্রয়াসেই বাঁচি,
মাঝে মাঝে স্বপ্ন দেখি বড় ভেলায় চড়ে পাড়ি দেবো
দূর-বহুদূর,
কিন্তু খরকুটোও তো আমাকে ছেড়ে গিয়েছে-
ভালোবাসবে না বলে।
আর আমিও মেনে নিয়েছি।
তাই চাইলেই আমাকে ঝেড়ে ফেলতে পারো
ছুঁড়ে ফেলো ইচ্ছামতো।
কিন্তু মাফ চাই,
আমাকে ভুলতে বলো না,
চাইলেও সবকিছু ঝেড়ে ফেলা যায় না!!