প্রচন্ড নিশীথ
আধাঁরের গীত
কখনো কি শুনেছো?
তেপান্তরী হাওয়া
ভুলুন্ঠিত চাওয়া
সব মিশে গেছে
তারার মৃদু আঁচলে ।


স্মৃতির গাঢ় রোশনাই
ফেলে আসা আশনাই
ঝরা দুরন্ত আবেগের বান
যার ছোঁয়ায় কাঁপে আজো প্রাণ।


বিস্ময়ের পৃথিবীতে কঠোর যান্ত্রিকতা
ছিঁড়ে নিয়েছে সব মানবতা
তাই ভালোলাগে আঁধারের ত্রাণ
লুকোতে চোরাবালির নিত্য আখ্যান।