কবিতা,
তোমাকে ছুঁয়ে
জেনেছি,
আমি গুনাহগার
তোমাকে ছুঁয়ে
চোখের কোণে
অশ্রুর নির্ভেজাল পাড়াপাড়।
তোমাকে ছুঁয়ে
ছেড়েছি নিষেধ হাজার
তোমাকে ছুঁয়ে
ভেঙ্গে ফেলি নষ্টামির ঘর দুয়ার।
তোমাকে ছুঁয়ে
স্বপ্ন গড়ি
স্বপ্ন ভাঙি
জীবন এখন হারাবার।
কবিতা,
তোমাকে ছুঁয়ে
জেনেছি,
বিপক্ষে আজ সমাজ
তোমাকে ছুঁয়ে
পদতলে শরম লাজ
তোমাকে ছুঁয়ে
নিয়েছি মেনে সব অভিশাপ
তোমাকে ছোঁয়া নাকি
পাপ মহাপাপ।
তোমাকে ছুঁয়ে
দিন রাত একাকার
অলিগলি
মিছিলে তোলপাড়।
কবিতা,
তোমাকে ছুঁয়ে
জেনেছি,
বহু কিছু তলিয়ে আছে
বহু কিছু ডুবে যাচ্ছে
চারপাশে কেবল
তোমাকে চাই, তোমাকে চাই হাহাকার।
তোমাকে ছুঁয়ে
জেনেছি,
বেঁচে আছে একটা নর,
একটা নারী
ভংগুর; মচকানো
একদম পুরোপুরি হাড্ডিসার
কবিতা,
তোমাকে ফেরত পাবার আশায়
এ আমার নেংটো চিৎকার।


                            


০৯:০১:১৭। রাত ০৮:১১ মিনিট।