সে কি!
এই মন শুনছে না আমার কথা
একদম দাস বনে আছে তোমার
এতটা কেড়ে নিলে কবে?
কোন সময়ে?
আচ্ছা,
এমন কি যাদু ?
এমন কি বিদ্যে জানো?
বলবে আমায়।
আমি ও না ;
এমনি করে কেড়ে নিতে চাই
এমনি করে উজাড় করে
কাছে পেতে চাই তোমায়।
সে কি!
এই মন হাঁটছে, খেলছে, দুলছে
ডুবছে, জাগছে রাত দিন
চেনা অচেনা তোমার ইশারায়
কি নেশা ধরালে
কি আশা জাগালে
ছয় নম্বর বাসের রডে ঝুলে ভাবি তোমায়
কাজ করছি
এত এত
সেখানে ও টের পাই তোমায়
ঘেমে জল নেয়ার ক্ষণ
শুনি,
ভিতর বলে পিপাসা কি মিটবে
এ জনমে?
আচ্ছা,
এমন টা শুরু হলো কবে?
প্রথম ছুঁলে যেদিন
শ্বাসের শব্দ শুনলাম
কতটা গভীরতা মাপলাম
আবিষ্কার করলাম
দুজন দুজনে
বেছে নিলাম
যাই হোক
না পেলাম সোনা হীরক
আমার তোমার একটাই ছক।
সে কি! বৃষ্টিজল
কই তুমি?
শুনবে শব্দ
ভিজে গড়বে
বুনো স্বপ্ন
হাত ধরে
চোখ খুলে ;
বুজে
এই মর্ত্যলোক এর নানা বাঁকে।
চালাক না মন্দলোক জল কামান  
ডাকুক না ডান বাম হরতাল
আচ্ছা, এতটা পাগলামি করলে চলে!
সে কি!
দুইটা বাস হলো মিস
তোমায় ভেবে ভেবে।


০২:০২:১৭। সকাল : ০৮:৪০ মিনিট।