এ কি! মন খারাপ তোমার
কেন?
মা বকেছে?
কেউ ভালবাসে না?
লুকিয়ে কেউ চুমু খেয়েছে?
হাত ধরে বলেছে ;
যাবে নয়টা থেকে বারোটার শো
হেব্বি একখান ছবি এসেছে
নায়িকা টা যা ফাটাফাটি উফফ
এ কি! গোমরা মুখ কেন?
আঁধার ভর করা চোখ
এলোমেলো চুল
কি, কি হয়েছে?
ক্লাসে কেউ কিছু বলেছে
পাড়ার খাটাশ ছেলেটা?
কথা বল?
চুপ করে কিছু হয়?
হয় না,
শোন নাই,
এই বাঙালি, কথার জন্যে
রক্ত দিয়ে কথা কইছে
বেঁচে থাকার জন্যে লাঙল জোয়াল ফেলে
অস্ত্র হাতে কথা কইছে
জানো না সে কথা!
কেউ বলে নাই তোমায়।
তবে জেনে যাও আজ
এই রক্তে পূর্বপুরুষ এর চিৎকার
এই জমিনে বীরাঙ্গনার নোনা জল মিশে আছে
তাই এই জমিন এত খাঁটি
এতটাই দামী।
এইবার ফুটবে কথা?
কতক্ষণ ধরে হয়ে আছি ব্যাকুল
বলো তুমি,
বলো কিছু
আমি তো তোমার জন্যে জন্মেছি
ধরিত্রী বুকে ফুল ফুটাতে
তোমার সঙ্গ চাচ্ছি।
এইবার হাস
এইবার এক ফালি রোদ
বুকে, চোখে মাখো।  


০৪:০২:১৭। রাত : ০২:০১ মিনিট।