হে দুর্গতিনাশিনী !
-সরকার ফজলুল হক
হে দুর্গতিনাশিনী ,বিশ্বধরিত্রী, তুমি ফিরে গেলে কৈলাসে,
বিশ্ব ভক্তরা তোমার কত কেঁদেছে,কত আহাজারী করেছে দীর্ঘশ্বাসে !
তুমি নিশ্চয়ই জেনে গেছো, তোমার সাজানো ধরা ভূ-লুন্ঠিত হচ্ছে !
তোমার এ বাগানে “অসুরের দল” হয়তো আবারো এসেছে !
জনক নন্দিনী ’জানকিরা’ আজ অসুরের হাতে সম্ভ্রম হারাচ্ছে ।
তোমার কৈলাসের আসনে তাদের বেদনাময় ক্রন্দন কি পৌঁছেনি ?
ও গো দুর্গতিনাশিনী ? ও গো বিশ্ব জননী ? ও গো ত্রি-নয়নী ?
কোটি কোটি প্রশ্ন তোমায় করছি !
আমি তোমার হতভাগা ভক্ত বলে,আমাকে নরক বাসী করিও না !
সারা বিশ্বে “করোনা” নামের অসুর তোমার সৃষ্টির প্রিয়তম ভক্তদের
নিষ্পাপ প্রাণ সংহার করে চলছে দিনের পর দিন,মাসের পর মাস ,
তোমার হাতের ”ত্রিশূল” ঝনঝনিয়ে উঠে নিক্ষেপিত হোক সেই অসুরের
বুকে ! তুমি আবারো এসো, রক্ষা করো তোমার অসহায় ভক্তদের !
আবারো ফুলে,ফলে, সোনার আলোয় রাঙিয়ে দাও এ পৃথিবী !
পাখির কল-কাকলীতে জেগে উঠুক এ ধরাধাম,গ্রহন করো অর্ঘ্য,
নিষ্পাপ করে তোল ভক্তদের,বাজুক ঢাক - ঢোল আর সানাই,
শুনতে দাও মধুর উলু ধ্বনি,এ মিনতি করি ও গো দুর্গতিনাশিনী !