হিসেব মিলাও


কি রে কেমন আছিস ?
বকুল তলায় কেন ঘুরিস ?
ফেলে দেয়া  বকুল মালা
বারেবারে কি দিচ্ছে জ্বালা ?
দিতে গিয়ে মূল্যখানা,
কেমন লেগেছে ব্যাপারখানা ?
পনেরো বিশে দিলো বাঁশী ,
ফুল ভোমরা উঠলো হাসি !
মাটিতে তোর পড়ে না পা,
কথা শুনলে শিউরে গা !
চল্লিশ,পঞ্চাশ হয়েছে পার,
পড়ে গেছে তীখœ ধার !
উল্টে দেখো কত পথ,
পেরিয়ে গেছে চলতি রথ !
জীবনটা নয় ছেলে খেলা,
যখন তখন ভাসবে ভেলা !
দাঁড়িয়ে দেখে লাভ নেই,
মারতে পারবে না আর খেই !
সময় বাবা বলছে কথা,
টনটনাটন ঘুরছে মাথা !
হিসেব মিলাও হিসেব মিলাও,
শূণ্য পাতা কেন রেখে যাও ?
আমার পাতায় আমি লিখি,
সবার হাতে পড়াই রাখি !
স্বপন দিয়ে জীবন গড়ো,
জীবন হবে মস্ত বড়ো !
লক্ষ্য ছাড়া ছুঁড়লে বাণ,
সব হবে যে মাটি সমান !