যা চেয়েছ
॥ সরকার ফজলুল হক ॥


যা চেয়েছ,তাই পেয়েছ সবারই জানা,
জীবন ভর উড়লেও কে বা করে মানা ?
সবই ছিলো ছলা-কলা মিছে কথার ঝুড়ি,
জীবন নাকি এ রকমই হায় ভেবে ভেবে মরি !
চলতে চলতে হঠাৎ থামে এই না পথচলা,
তাইতো কথা থেকে যায়,অনেক না বলা !
কথায় নাকি রস হয়না,খেঁজুর গাছ কাটি,
তবুও নাকি জীবনটা মিছেই হলো মাটি ।
বিশ্বটা চষে দেখবার তোমার ছিল সাধ,
সব কিছু ঘুরে এখন দিনকে বলো রাত !
বড় বড় গিরিখাদে বড় বিপদ থাকে ,
কত ব্যথা, কত কথা লুকাও হাসিতে !
চাঁদও নাকি হাসে একা সবকে বুঝিয়ে,
বিজ্ঞানীরা দেখছে খুঁটে বুদ্ধি খাটিয়ে !
তুমি যতই বুদ্ধি খাটাও লাভ কিছু নেই,
সব তোমার হারিয়ে গেছে নাচো ধেই ধেই !
নাম-বদনাম কি পেয়েছো ভেবো বারবার,
সাড়া বিশ্ব কী নিয়ে করছে তোলপাড় ?
আমি যে তাই একলা বসে মনের কথা বলি,
অন্যের কথা না শুনে একলা পথে চলি !