যদি তিন সত্যি বলো’
- সরকার ফজলুল হক
যদি তিন সত্যি বলো, আর আমার কথায় চলো,
তাহলে তোমায় বলতে পারি মনের কথাগুলো !
শোয়ার আগে যদি তুমি মশারি টাঙতে পারো ,
আর তরকারিতে নুন দিয়ে স্বাদ বুঝতে পারো,
তাহলে তোমায় অনেক কথা বলতে পারি আরো !
ঠিক আছে, ঠিক আছে মাথা নেড়ে বলো ,
কথা সব উল্টে গেলে হবে  এলোমেলো !
সময় সময় যদি তুমি এসো কদম তলায় ,
আমি তখন বাদাম কিনে আসবো ছলাকলায় !
আরো অনেক কথা আছে বলবো না হয় সেথা,
আমার কামাই আমি নেবো,তখন বাড়াবে নাতো কথা ?
সকাল হলেই ব্যাগ নিয়ে বাজার যাবে তুমি,
হাট খরচের ফর্দ্দি খানা লিখেই দিব আমি !
রাত দপুরে,ভোর বিহানে কিংবা সাঁঝের বেলা,
সকল কাজ করতে করবে না তো হেলা ?
তাহলে তোমায় আমি বিয়ে করতে রাজি !
আর বিয়ের সাজে সাজি !
শোন তবে, এক সত্যি, দুই সত্যি , তিন সত্যি বলি,
এবার  হাতে হাত মিলিয়ে চলো কাজীর বাড়ি চলি ।