যন্ত্র দানবের যুদ্ধ
- সরকার ফজলুল হক


আর মাত্র দু’দিন বাকি,
ঈদ তো চলেই এলো !
তুমি বলছো হ্যালো গাড়ির টিকিট পেয়েছি !
তুমি চিন্তা করো না, কেমন !
আমি বললাম ,দূর ছাই----------------
আমার মন ভালো নাই !


তারপর আবার বললে , খোকা-খুকির জন্যে
লাল রঙের জামা ফ্রক কিনেছ !
আমার জন্য কিনেছ নীলাম্বরী শাড়ি !
এত্তো সবের কি দরকার ছিলো ?
আমি বললাম ,দূর ছাই----------------
আমার মন ভালো নাই !


তুমি আবার ফোন করে বললে ,
চিন্তা করোনা আমি ঠিক মতোই গাড়িতে উঠেছি !
বাড়ির উদ্দ্যেশে গাড়ি ছুটছে আর ছুটছে !
আমি বললাম,দূর ছাই-------------
আমার মন ভালো নাই !


অনেক লোকজন নিয়ে শেষে বাড়ি ফিরলে !
তাও আবার সাদা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে !
লোকজন বলছিলো,যন্ত্রদানবের যুদ্ধ হয়েছিলো !
আর সে যুদ্ধেই পরাজিত হয়েই পরপারেই পাড়ি !
আমি নাকি রূদ্ধ কণ্ঠে বলেছিলাম--------------
ঘরে রাখা সাদা শাড়িটা আমাকেও পরিয়ে দিও !
কারণ ,আমিও যে তার সাথে যেতে চাই !!