“করোনা ”তুমি সাবধান
                                                 সরকার ফজলুল হক
কি তুমি দাঁত বের করে হাসছো ? তোমার বিরুদ্ধে বিশ্বব্যাপি যুদ্ধ ঘোষণা
হয়েছে ! তুমি জানোনা বুঝি ? তোমার পরাজয় অত্যাসন্ন ।
মানবকুল এর জীবন সংহারে নিজেকে কি মনে করছো ? ভয়ে ভীত নয় তারা
কথাটা মনে রেখো ! তোমার চলাচলের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে !
তুমি যেই হওনা কেন ? তুমি নিশ্চয়ই জানোÑ একদিন বিশ্বের মানুষ গেয়েছিলো
“মানবের তরে মাটির পৃথিবী , দানবের তরে নয় ”। ডাক্তার, বৈজ্ঞানিক,
রাজনীতিবিদ,লেখক সাংবাদিক,যত্তোবুদ্ধিজীবি, কামার, কুমোর, জেলে.মুটে,
শ্রমিক, আবাল বৃদ্ধ বোনিতা সবাই তোমার বিরুদ্ধে প্রাণপণ লড়ছে ! লড়ছে !!
সৃষ্টিকর্তার উপরে তোমার হাত নেই! নিখিলের চির সুন্দর সৃষ্টি, সৃষ্টিকর্তা নিজ
হাতেই পরিচালনা করে ! তোমার চোখ রাঙানিকে কেউ ভয় পায়না, পাবেও না ।
দয়ার অফুরন্ত ভান্ডার থেকে এ বিশ্ব রক্ষার্থে ছুটে আসছে সৃষ্টিকর্তার অফুরন্ত দয়া !
তখন “করোনা”তোমার পালাবার পথ থাকবেনা । তাই সময় থাকতেই সাবধান ।


১০-০৪-২০২০ইংঃ