ঈদ-পূজা পাশাপাশি !
তাই নিয়ে হাসাহাসি !


সুখ-আনন্দ রাশিরাশি ,
সবে থাকি মিলিমিশি ।


ভেদ নেই দিবা-নিশি ,
দূরাকাশে রবি-শশী ।


মিলে আছে চাষা-চাষি ,
মাঠে ফসল ঠাসাঠাসি ।


মন কেন কষাকষি ?
আর নয় রেশারেশি !


দূরে কে টানছে রশি ?
বসে বসে হিসেব কষি !


তবে কেন দূরে বসি ?
তোর মুখে মুচকি হাসি ?


তোর সাথে আমি মিশি,
খুলেই বলো ভালোবাসি !