ছন্দ দিয়ে জীবন গড়ি মন্দটাকে ফেলে,
জন্মটাকে সফল করি মিলাই দিলে দিলে ।


কোথা থেকে এলাম রে ভাই কোথা যাবো চলে,
বাপ-দাদার নাম ঠিকানা সবাই একদিন ভুলে !


মিছে করি ফরফরানি যেমন বেগুন তেলে ,
জমা-জমি , সোনা-রূপা সবই যাবে চলে !


তোমার-আমার,আমার-তোমার সব হবেরে মাটি ,
মানুষ হয়ে বেঁচে ছিলাম এটাই শুধু খাঁটি ।


কি জানি কি ভেবে সেজন করছে এতো খেলা !
কিসের লাভেই বসালো এই প্রেম-পিরীতের মেলা !


দুখ দিলো,সুখ দিলো, ব্যাথাও দিলো ঢেড় !
জীবন-মরণ,হিসাব-নিকাশ রইছে নাকি জের !


স্বর্গ-নরক বুঝে সবে চিন্তা করে চলি !
মরণ কালে সবে মোরা আল্লাহ-আল্লাহ বলি !


কোনটা সঠিক কোনটা বেঠিক তুমিই ভালো জানো !
তুমি মহান, তুমি অসীম, নেই ঠিকানা কোনো !