এ পৃথিবীর কার কাছে বলবো মনের কথা ?
কেউ তো বুঝেনা মনের ব্যাথা !


ঝাঁঝড়া হয়েছে কলিজাটা আঘাতে আঘাতে,
কেউ তো নিলো না তুলে একটু কোলেতে !


নির্মম নিষ্ঠুর পৃথিবী তুই বড়ই পাষাণ,
তোর কাছে কি চেয়েছি কোন সমাধান ?


তুই জানিস না, মন মাঝে যে বসত করে,
সে নিজেই নিজেকে চরম আঘাত করে !


চোখের লোনা জলে সব ধুয়ে মুছে যাক,
রক্ত ঝরুক, সব স্মৃতি গুলো হোক সাফ !


সে সব দিয়ে সব কেড়ে নেয় ! আহারে !
কি জানি কি লাভ পায় ? সেই জন বাছারে !


মনে হয় সে বড়ই ফকির !
কোনটা রেখে করে, কোনটার ফিকির!


দুখ, কষ্ট, যন্ত্রণা , ব্যাথা, বিরহ, বিচ্ছেদ !
সবগুলো সয়ে সয়ে কোন নেই বিভেদ !


তাইতো আর এগুলোতে কিচ্ছু ভয় পাই না !
চলনা তুই কোথা যাবি ? কোথা তোর ঠিকানা ?


তুই কত্তো যন্ত্রনা দিয়ে জ্বালাতে পারো !
তোর দেয়া কষ্ট, তুই কত্তো সইতে পারো !


বোকা বানাতে গিয়ে নিজেই বোকা বনেছিস !
ফাঁসাতে গিয়ে নিজেই সে জালে আটকা পড়েছিস !


যত্তো হাসি, আনন্দ, বেদনা, সুখ, দুখ, মান, অভিমান সব তোরই,
আমিতো শূন্য খাঁচা, ফুটপাতে পড়ে থেকে সেখানেই দেই গড়াগড়ি!