সবার জন্য কবিতা লিখি, ভয় করি না ,
মূর্খকে মূর্খ বলি, জ্ঞানী বলি না ।


খারাপকে খারাপ বলি , ভাল বলি না ,
ভালোরূপে সাজ সাজি, ভন্ড সাজি না !


আমার লেখা তাদের নাকি আঘাত হেনেছে  !
তাইতো তারা তারই ক্ষোভে আঙুল চুষেছে !


তবুও লিখি তাদের তরে , মান করো না ,
মান ভুলে সমাজ করি সুখের ঠিকানা !


তুমি আমি চলেই যাবো, রইবে ভবিষ্যত !
কারো দুখে হাসবো না তাই নাকে দাও খত !


ওরা সবে চলে গেছে , কোন অজানা পথে  !
মিথ্যা অহংকার তাদের হারিয়ে গেছে রাতে !


আলোর পথে এসো সবাই জ্ঞানের মশাল জ্বেলে ,
ভালো করে দেখনা ফিরে , সময় যায়রে চলে !


( কিছু কথা - ২১ মার্চ “ বিশ্ব কবিতা দিবস ” স্মরণে রচিত / ২০১৫ ইং )