উল্টো প্রজার রাজা মন্ত্রীরা ভাবে বসে বসে,
কিভাবে দেশ গড়া যায় মিথ্যা চষে চষে !


ভাবছে সবে ব্যাপারটা খুব বড় মুশকিল !
যখন বলে দরজা খোল, তখন দেয় খিল !


যখন বলে ডানে চলো, তখন চলে বাঁয়ে.
যখন বলে শহরে থাকো, তখন যায় গাঁয়ে !


যখন ভাবে ভালো ফলন, দাম পাবে বেশি !
তখন হলো দর পতন, ক্ষতি রাশি রাশি !


যখন তারে খুব করে প্রাণে ভালোবাসে ,
সে তখন নানা ছলে মজা লুটে বসে !


বেচারা পুলিশ বলে, লে ঠ্যালা বোঝো ?
ভালো হয়েও সবার কাছে দুষ্ট মানুষ সাজো !


রোধ বিরোধ সব শেষ, কোথাও কিছু নেই !
সবে মিলে গান গেয়ে নাচে ধেই ধেই !


হরতালে চরম জ্যাম, গাড়ি ঘোড়া খোলা !
ছোট বড় সব  গাড়ি চলছে খোলামেলা !


বলাবলি করে সবে  যুদ্ধ বুঝি  শেষ  !
প্রজার দলে হেসে কয় এ যে উল্টো প্রজার দেশ !


এক প্রজা রেগে বলে লজ্জা আবার কিসে ?
ব্যাপারটা যে হচ্ছে রে ভাই উল্টো প্রজার দেশে !


কবিও ভাবে এসব কথা ভাব রেখেই লিখি ,
নানান ভাবের নানান কথা সবাই মিলে শিখি !