এসো প্রার্থনা করি তাদের জন্যে
যারা আমাদের ছেড়ে চলে গেছে পরপারে !
যাদের অক্লান্ত প্রচেষ্টায় নামীদামী দালানকোঠা
বিশ্বের দরবারে যথেষ্ট সুনাম কুড়িয়েছিল !


সৃষ্টিকর্তার ভাঙা-গড়ার খেলায় ---------------
যারা বঞ্চিত,লাঞ্চিত
অবহেলিত শ্রমিক নামের বিশেষ নামের অধিকারী !
তাদের পাওনা কি আমরা মিটিয়ে দিয়েছি ?
না শোষন শাসনের চোখ রাঙানিতে রাজফটকের
সামনে থেকে বিদায় করেছি !
এসোনা একটু একলা বসে হিসেবটা মিটিয়ে নিই !


নস্বর পৃথিবীটাকে বিশ্বকর্তা কেমন দোলনার মতো
দোলাতে পারে বুঝলেন তো ! আবার নতুন সাজে
সাজাবার স্বপ্ন এঁকে দেয় তাও বুঝতে পারলেন তো !


তাই আর হিংসা বিদ্বেষ নয় , একটু ক্ষমা চেয়ে নেই
তাদের কাছে অত্যন্ত চুপিসারে- যাদের আমরা অন্যায়ভাবে
শোষন, শাসন করেছি, বঞ্চিত,লাঞ্চিত করেছি !
তাদেরকে সত্যিকারের মানুষ মনে করে বুকে টেনে নিই,
আর প্রার্থনা করি, হে সাড়া জাহানের মালিক তুমি
আমাদের পথচলাকে সুন্দর আনন্দময় ও সুখময় কর !


( কিছু কথা - ২৫ এপ্রিল/২০১৫ তারিখে নেপালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে উৎসর্গিত ও মহান মে দিবস/২০১৫ উপলক্ষে শ্রমজীবিদের জন্য নিবেদিত হলো ) ।