আরে শুনছো , ও মধু ভাই !
আয়না কাছে , একটু বসে গান গাই !


সবার জীবন হাসি-খুশি তোর কেন নাই ?
সাড়া জীবন “ফেলু” মিয়ার মুখে কেন ছাই !


হাসি-খুশি সুখ দুখ সব যেন তার  সাথী,
নানা কথা ভেবে ভেবে শেষ হয় যে রাতি !
                                    
ফেলু বলে ,গড়তে গেলে ছন্দ আসে,
ভাঙতে গেলেও ছন্দ পাশে !


সুখ স্বপ্নরা হেসেই মরে ,
কি জানি কোন ভাবনা করে ?


দোলনায় কেন শিশু হাসে !
মুখটা কেনই ভরা রসে ?


সবাই কেন ছন্দ কাটে ?
কবি হওয়ার ফন্দি আঁটে !


গুনগুনিয়ে গান কেন গায় ?
“সখিনারা” সখের ভাষায় !


আমি না হয় ছড়া কাটি কপাল তৈরি মন্দে !
বউটা তাই ফেলে গেছে এইনা পূজোর বন্ধে !


আমি এখন বগল বাজাই,ঘুমাই ফুলের গন্ধে ,
হেসে হেসে পেট ফুলে যায়, তোমরা যখন দ্বন্ধে !