আমার কথা তোমার মনে,
জ্বালবে আগুন ক্ষণে ক্ষণে ।
যখন তুমি ঘুমের ঘোরে,
দেখবে আমি দাঁড়িয়ে দোরে !
পড়ার বই খুলতে বসে,
নিজে নিজেই উঠবে হেসে !
ছবির মতো আমি সেথা,
তোমায় আমি বলছি কথা !
যখন বেণী বাঁধবে একা,
সামনে আমায় পাবে দেখা!
রাঁধতে বসে কোর্মা-পোলা,
তখন আরো বাড়বে জ্বালা !
ধ্যান করো রান্না ঘরে ,
কোর্মা- পোলাও গেছে পুড়ে !
বসলে গিয়ে পুকুর পাড়ে,
মনটা বলছে গেলাম হেরে !
সব কিছু ফেলে দিয়ে ,
ঘুরতে যাবে ফাঁকি দিয়ে !
শাড়ি পড়লে মনের সুখে,
যাচ্ছ কোথা আমায় রেখে ?
যেইনা তুমি ছুটলে জোরে,
অমনি শাড়ি গেলোই ছিঁড়ে !
ভাবছো বসে  ছিঁড়লো শাড়ি ?
কে যেন মন করছে চুরি !
উথাল পাতাল ঢেউ উঠেছে ,
লাল রঙের ফুল ফুটেছে !
বলতো পারো কেন এমন হলো ?
ভালোবাসতে গেলেই নাকি-----
সবই এলোমেলো !!