স্মৃতি ভরা,রক্ত ঝরা এসেছে মহান মে ,
মোবিল মাখা, ঘামে ভেজা গেঞ্জিটা এনে দে !
গেঞ্জি পড়েই চাকা ঘুরাই,
গোটা বিশ্বে সাড়া জাগাই ,
কল কারখানার নিঃস্ব মজুর আমার হলেম যে,
স্মৃতিমাখা সে গেঞ্জিটা আমায় এনে দে !


ন্যায় মজুরী চাইতে গিয়ে,
মালিক মশাই থু থু দিয়ে ,
আমার ঐ গেঞ্জি ভরেছে !
গরীব মজুরের ঐ গেঞ্জিটা আমায় এনে দে !


লাথি আর কষাঘাতে
না খাইয়ে দিনে রাতে,
আমার দিন যে কেটেছে ,
সেই গেঞ্জিটা সাথেই ছিলো আমায় এনে দে !


গা ফাটানো রক্ত যতো,
মুছে ছিলেম অবিরত ,
রক্তের ছাপ সে গেঞ্জিতে আজো আছে যে !
দাবী আদায়ের সে গেঞ্জিটা আমায় এনে দে !


রাস্তায় রাস্তায় কুলি মজুর,
হাতে নিয়ে কাস্তে মুগুড় ,
পাওনা হিসেব বুঝে নেয়ার দাবী জানাচ্ছে,
সেই মিছিলে যাবো আমি গেঞ্জি এনে দে !


দিন মজুরের রক্ত চোষন,
কতদিন আর করবে শোষন ?
দেখরে তোরা, মজদুরেরা রাস্তায় নেমেছে !
সংগ্রামী ঐ সাথী গেঞ্জি আমায় এনে দে !


দুনিয়ার মজদুরেরা  ঐক্য গড়ি আজ,
ভেঙে ফেলি শোষকদের  মাথায় পড়া তাজ !
বুঝুক তারা মজদুরেরা ভীষন ক্ষেপেছে !
ময়লা গেঞ্জি গায়ে দিয়েই যুদ্ধে নেমেছে !
তোরা দিন মজুরের ঐ গেঞ্জিটা আমায় এনে দে !!!


( কিছু কথা - মহান “মে ” দিবস উপলক্ষে রচিত ও নিবেদিত ) ।