বেলা শেষে, দিনের উপর
যখন গোধূলী করে ভর,
নীড়ে ফিরে কোকিলের দল
ছিন্ন বেশে ভিন্ন পথে।
গা থেকে মুছে দিতে পাপের ঘ্রাণ
নিয়ম মাফিক মাতে কসরতে।


হে কোকিল,
রেখে এসেছ ডিম তুমি কোন কাকের বাসায়?
কাক তাকে রাখছে আগলে ভবিষ্যতের আশায়।
কাকের বাসায় জন্ম নেমে কোন কোকিলের ছানা,
নাম নেই পরিচয় নেই ঠিকানা, আছে কি জানা!


- ১লা বৈশাখ ১৪২৬