জলের দিকে তাকিয়ো না
ঝলসে যাবে চোখ,
জলে নেমে জল ঘোলা
করছে কত লোক।


যে দিয়েছে জলে ডুব
আসে নি আর ফিরে,
কত কবিতা উপন্যাস
ঐ জল কে ঘিরে।


জলের বুকে সিংহাসন
গড়তে যদি চাও,
জল রঙ্গে এঁকে এঁকে
সাজাও জীবন নাও।


জলের দিকে তাকিয়ো না
ঝলসে যাবে চোখ,
জলের টানে জলের ঘ্রাণে
ধ্বংস কত সুখ।