চাঁদের দিকে হাত বাড়ালে,
অন্তত জোছনার আলো গায়ে মাখা যায়।


প্রিয়তমা,
আমি কেবল তোমার দিকেই বাড়িয়েছি হাত
আমায় তুমি শুনিয়েনা জোছনার গল্প।


জোছনা হলো চাঁদের ফসল,
কিন্তু আমি তোমার বক্ষ চষে
ফসল ফলাতে চাই।