আমাদের চড়ুইয়ের সংসারে টিকে থাকে সঙ্কা,
টিকে থাকে ভয়
প্রতিদিন সন্ধ্যে হলে বাবুই হতে ইচ্ছে হয়।
নিত্য প্রহেলিকায় অট্টালিকার ভীড়ে
ইচ্ছে হয় গড়ে তুলে অচেনা শিল্পকর্ম
ঝুলে থাকি আপন কক্ষপথে।


সন্ধ্যার শান্তনা খিলখিল শব্দে হেসে উঠে পার্শ্বচিত্রে,
আমাদের চড়ুইয়ের সংসারে ছিনিমিনি খেলা
অবহেলায় সুখ খুঁজে নেয়।