সময় ঝরছে,
আকাশ, সেও আজ লুকিয়েছে তার
চিরচেনা মুখটি।
হাস্যোজ্জল মুখে আজ
দিগন্তের অন্ধকার,
এরই মাঝে কোন একজন
খুঁজে ফিরে তার চেনা মুখ।
আঁধারের ভেতর পরিচিত মনে হয় সবাইকে,
কাছে এলেই প্রকাশ পায় সত্যটুকু।
নদীর বুকে বৈঠার আঘাতে ঘাম ঝরিয়ে
মাঝি তুলে নেয় তার উপার্জন,
দুরের চেনা মুখ পর হয়ে হারিয়ে যায় দিগন্ত রেখায়
তবুও কেউ কেউ একা একা
বসে থাকে পথ হারাদের প্রতিক্ষায়।