তুমি যদি উত্তম হও,
আমি তবে অধমের সাথেই বসতি গড়ব,
তুমি যদি সভ্য হও,
আমি তবে অসভ্যতা নিয়েই খেলব।
তুমি যদি ভদ্র হও,
আমি তবে নাম লেখাব অভদ্রদের কাতারে
তুমি যদি ভালো হও,
আমি থাকব তবে ঐ মন্দের মাজারে।
তুমি যদি খুশী হও,
আমি গাইব তবে কষ্টগীতি,
তাতে যদি ব্যাথা পাও,
তবুও ভাঙবনা এই সংস্কৃতি।
তুমি যদি সঠিক পথে চল,
আমি তবে উল্টোপথকে ভাবব আপন,
তুমি যদি দিনের কথা বল,
আমি করব তবে আধারে রাত্রীযাবন।